জরুরী নোটিশ:

স্বাগতম চকরিয়া-পেকুয়া সমিতি, ঢাকা।

ঐতিহাসিক চকরিয়া পেকুয়া বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে অবস্থিত। এই ভূমি প্রাচীনকাল থেকেই অসংখ্য সাধক ও দরবেশদের পদচারণায় মুখর ছিল।

এর ভৌগোলিক অবস্থান এবং চমৎকার প্রাকৃতিক দৃশ্য এই অঞ্চলকে এক অনন্য সৌন্দর্যের স্থান করে তুলেছে। ছবির মতো পাহাড়চূড়া, সারি সারি গাছপালা ঘেরা উপত্যকা, উর্বর ভূমিতে সজীব ফসল, আঁকাবাঁকা লেক ও নদীর রূপালি ঝিলিক, দৈত্যাকৃতির ঢেউয়ের স্রোতে ধৌত দীর্ঘ সৈকত, গ্রীষ্ম ও শরতের মনোমুগ্ধকর সূর্যাস্তের রঙিন মেঘ-চকরিয়া পেকুয়ার প্রতিটি বিষয় এতটাই আকর্ষণীয় যে এটি সারা বিশ্বের মানুষের কাছে এক অপ্রতিরোধ্য আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।গৌরবময় ইতিহাস, সংস্কৃতি, বীরত্ব ও অসীম সাহসিকতার দীর্ঘ ঐতিহ্য নিয়ে চকরিয়া-পেকুয়া সবসময়ই স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক এবং বিশেষ করে অর্থনৈতিক ইতিহাসে একটি কেন্দ্রবিন্দু হিসেবে অবস্থান করে আসছে।

News & Events

Video Gallery

সবাই মিলে একসাথে অনন্য আমরা চকরিয়া পেকুয়া সমিতি ঢাক।
1 of 4
চকরিয়া-পেকুয়া সমিতি ঢাকার মিলনমেলা ও মেজবান অনুষ্ঠান।
2 of 4
চকরিয়া-পেকুয়া সমিতির-২০২৩ মিলনমেলা ও মেজবান এর শুভ উদ্ভোদন এর মুহুর্ত
3 of 4
আসন্ন মেজবান ও মিলন মেলা – ২০২৩ উপলক্ষে আহবায়ক কমিটির আলোচনা সভা ও নৈশভোজ।
4 of 4